আদালতে নেওয়ার পথে পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশের হেফাজত থেকে আবুল কালাম নামে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (০৬ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও টেকনাফ থানার যৌথ টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি জানান, পালিয়ে যাওয়া আসামির বাড়ি টেকনাফে। তাই পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
এর আগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার কদমতলী মোড়ের উত্তর পাশে ফরিদের চায়ের দোকান থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালামকে রোববার (৫ ডিসেম্বর) আটক করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা শাখা। এ ঘটনায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোহাম্মদ্দ টিপু সুলতান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে আসামি আবুল কালামসহ একাধিকজনকে আদালতে আনা হয়। আদালতে আসামির নাম ঠিকানা মেলানোর সময় আবুল কালামকে পাওয়া যায়নি। থানা থেকে আদালতে নেওয়ার কোনো এক সময় আবুল কালাম পালিয়ে গেছে।
এ ঘটনার পর পুলিশের দুই কনস্টেবল শাহাদাত ও নজরুল ও দায়িত্বরত উপপরিদর্শককে বরখাস্ত করে। এ ঘটনায় এডিসির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তব্যে অবহেলার দায়ে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞাপন
এসপি