ফাঁসির রায় ঘোষণার ৮ বছর পর প্রধান ঘাতককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। রোববার ঢাকার আশুলিয়া মোল্লা মার্কেটে-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, গ্রেফতার আনোয়ার হোসেন (৪২) লামচরি এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে। সে চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রামের সুলতান বাদশা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিহত সুলতান বাদশাহর বাবা আব্দুল মালেক মাঝি জানান, ২০১০ সালের ২ জুন সুলতান বাদশাকে ৪ লাখ টাকার জন্য অপহরণ করে খুন করে একই ইউনিয়নের বশির ফকির, আ. ছত্তার, আনোয়ার হোসেনসহ ৫/৬ জন। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ২০১৩ সালের ১১ নভেম্বর ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত।

মামলার অপর দুই আসামির মধ্যে বশির ফকির এখনও পলাতক রয়েছেন। তাদেরও দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকরের ব্যবস্থা করবে বলে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া আনোয়ার হোসেন আত্মরক্ষার্থে দেশের বিভিন্ন অঞ্চলে ছিলেন। তিনি ঢাকায় বিভিন্ন পেশায় জড়িয়ে এতদিন আত্মগোপনে ছিলেন।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর