প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী, কবি মাহবুবুল হক শাকিল চলে যাওয়ার পাঁচ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ৬ ডিসেম্বর খেরো খাতার পাতা বন্ধ করে তিনি চড়ে বসেছিলেন মন খারাপের গাড়িতে। 

সোমবার (৬ ডিসেম্বর) মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর কবরস্থানে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাকে শ্রদ্ধা জানায় স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা। 

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ৮টায় তার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত মাহবুবুল হক শাকিলের বাবা ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর হিমেল প্রমুখ। 

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তানভীর জোবায়ের তারিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রয়াত শাকিল স্মরণে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়াও জেলা ও মহানগর যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীসহ ভক্তরা কবরে ফুলেল শ্রদ্ধা ও মোনাজাতের মধ্যদিয়ে বহু প্রতিভার অধিকারী এ ক্ষণজন্মার আত্মার মাগফেরাত কামনা করেন। 

এদিকে বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মাহবুবুল হক শাকিল স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়াও সকালে মহানগর ছাত্রলীগের উদ্যোগে টাউন হলে আলোচনা সভা হয়।

উবায়দুল হক/এমএএস