আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে লাগানো সম্ভাব্য প্রার্থীদের সকল পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জেলা নির্বাচন অফিস।

সোমবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।

তিনি জানান, এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা ও নির্বাচনী সালাম জানিয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। শহরের অলিগলি ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে। কিন্তু নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে পোস্টার ও ব্যানার লাগানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

মতিউর রহমান বলেন, আমরা তাদের ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) থেকে পোস্টার-ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অনেকে এরই মধ্যে নিজ দায়িত্বে পোস্টার সরিয়ে ফেলছেন বা ফেলবেন বলে জানিয়েছেন। যারা আচরণবিধি মানবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজু আহমেদ/এনএ