কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ড
কুসিক কাউন্সিলর বাবুলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
জাহাঙ্গীর হোসেন বাবুল
সন্ত্রাসীদের গুলিতে নিহত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের বন্ধু ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে পরিবার। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) কুমিল্লা ১৬ নম্বর ওয়ার্ড নবগ্রাম এলাকা থেকে তাকে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলের ছোট ভাই জুয়েল জানান, সকাল ৯টায় ডিবি পুলিশের কয়েকজন এসে আমার ভাইকে তুলে গিয়ে গেছে। তবে কী কারণে তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে তা বলেনি। আমরা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছি। আমাদের ঢুকতে দিচ্ছে না।
বিজ্ঞাপন
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদকে একাধিকার কল করলেও তিনি রিসিভ করেনি। কুমিল্লা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়াকে মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
তবে পুলিশের একটি সূত্রে জানা যায়, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ড ঘটনায় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। উল্লেখ্য, কাউন্সিলর সোহেল ও কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল ঘনিষ্ঠ বন্ধু হলেও তারা আওয়ামী লীগের দুগ্রুপের অনুসারী।
বিজ্ঞাপন
অমিত মজুমদার/এমএসআর