রংপুরে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে মিঠাপুকুরের পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা।  

দুপুর ১২টায় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিলনায়তনে দিবসটির আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক রেহানা আশিকুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

এতে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। আলোচক সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর মো. শাহ্ আলম, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাবেক পরিচালক মনোয়ারা বেগম, রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান। স্বাগত বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের ঘরে থাকার দিন রোকেয়ার সময়েই শেষ হয়েছে। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীসমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। সরকারের সফল উদ্যোগে নারী-পুরুষের বৈষম্য ভেদ করে সকল ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ নারী-পুরুষের অংশগ্রহণে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে।

আলোচনা পর্ব শেষে দিবসকে ঘিরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতার হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। বেলা দেড়টায় রোকেয়ার রুহরে মাগফিরাত কামনায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে রোকেয়া স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এবারের দিনব্যাপী আয়োজন।

এদিকে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্ত্বরে বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। পরে বিভিন্ন অনুষদ, বিভাগ, দফতর ও আবাসিক হলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়াও শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। এতে উপাচার্য বলেন, আগামী বছর থেকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত লেখক-গবেষকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বেগম রোকেয়া সম্পর্কিত প্রবন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেগম রোকেয়ার স্থায়ী ম্যুরাল স্থাপন করা হবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এ ছাড়া দুপুরে নারীমুক্তি কেন্দ্র রংপুর নগরীতে একটি র‍্যালী বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর শালবন ইন্দারা মোড়ে রোকেয়ার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এর আগে সকালে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের উদ‍্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দিবসটি পালনে রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলাতে বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে অলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতাসহ সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

ফরহাদুজ্জামান ফারুক/আরআই