মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অর্চনা ব্যানার্জি (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে যান।
নিহত অর্চনা ব্যানার্জি আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের ক্লিনিকপাড়ার শ্রী বিকাশ চন্দ্র শর্মার স্ত্রী।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় অর্চনা ব্যানার্জি সামনে রাস্তা পার হয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে অচেতন অবস্থায় তাকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা উদ্ধার করে পাশের প্রতিজ্ঞা নার্সিং হোম ক্লিনিকে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর অর্চনা ব্যানার্জিকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় অর্চনা ব্যানার্জির মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আফজালুল হক/এনএ