হলুদ রঙে সেজেছে নওগাঁর মাঠ
শষ্যভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁ। চলতি মৌসুমে জেলার প্রায় প্রতিটি মাঠ এখন সরিষা ফুলের ম-ম গন্ধে মুখর। সবুজ গাছের হলুদ ফুলে শীতের কুয়শায় সোনাঝরা রোদ ঝিকমিক করছে। অপরূপ এই সৌন্দর্যে যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।
যেদিকে চোখ যায় শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ-ধাঁধানো বর্ণিল সমারোহ। মৌমাছি গুনগুন শব্দ করে সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করে আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ সত্যিই যেন মনোমুগ্ধকর।
বিজ্ঞাপন
মৌসুমে সরিষার ভালো ফলনের আশায় জেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন পেয়েছেন কৃষক।
রবিশস্য মৌসুমে এখন পর্যন্ত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ হানা না দেওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার পাশাপাশি আলু, গম ও ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে মনে করছেন কৃষি অফিস ও কৃষকরা।
বিজ্ঞাপন
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ৩২ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার জেলায় ৩৩ হাজার ৬৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার থেকে ১ হাজার ৫৪০ হেক্টর বেশি।
শুরুতে সরিষাক্ষেতে পোকামাকড়ের আনাগোনা দেখা দিলেও মাঠপর্যায়ে সরিষাচাষিদের কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতার কারণে সরিষাক্ষেত অনেকটা রোগবালাইমুক্ত হওয়ায় বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।
জেলার আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজাদ সরদার বলেন, আমি এ বছর পাঁচ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে কিছু বীজ পেলেও আমি নিজে বাকিটা কিনে জমিতে বপণ করেছি। সরিষাগাছে প্রচুর পরিমাণ ফুল ধরায় মনে হচ্ছে এবার সরিষার আশানুরূপ ফলন পাব। দাম ভালো হলে গত বন্যার ক্ষতি পুষিয়ে পুরোদমে ইরি-বোরো চাষ করতে পারব।
এই উপজেলার শাহাগোলা গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, আমি চলতি মৌসুমে প্রায় দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। কোনো প্রকার দুর্যোগ ও রোগবালাই না থাকায় এ বছর সরিষার বাম্পার ফলন পাব বলে আমি আশা করছি।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শামছুল ওয়াদুদ ঢাকা পোস্টকে বলেন, এবার জেলার ৩২ হাজার ১০০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা থেকে ১ হাজার ৫৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা। যেহেতু তেলের দাম বেশি, সরিষা চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন।
তিনি আরও বলেন, বিগত বছরের তুলনায় এ বছর বেশি পরিমাণ সরিষা চাষ হয়েছে। যথাসময়ে জমি চাষযোগ্য হওয়ায় এলাকার কৃষকরা সুযোগ বুঝে সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে।
মো. দেলোয়ার হোসেন/এনএ