ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় র‌্যা‌বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হ‌য়ে‌ছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দি‌কে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, রাত দেড়টার দিকে বাদুরতলা গ্রামে র‍্যাব সদস্যরা অভিযান চালা‌লে জলদস্যুরা র‌্যাব‌কে লক্ষ্য ক‌রে গুলি ছো‌ড়ে। প‌রে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছো‌ড়ে। এতে একজন জলদস্যু নিহত হয়। 

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। র‍্যাব এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর। নাম-পরিচয় জানার জন্য তার আঙুলের ছাপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর