বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যেত
বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরও দুর্বার গতিতে এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন অবদানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যেমন রয়েছে গৌরবৌজ্জ্বল অবদান, তেমনই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সদা তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলার সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য শাহীন আক্তার, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি।
বিজ্ঞাপন
মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আনসার বাহিনীর ২৬ জন নারী-পুরুষ ১ ডিসেম্বর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে সাইক্লিং শোভাযাত্রা শুরু করে এবং ১ হাজার ৫০ মাইল পাড়ি দিয়ে সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার এসে পৌঁছায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠান শেষ হয়।
সাইদুল ফরহাদ/আরআই