কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল তরুণের
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম সাগর বিশ্বাস (২৩)। তিনি উপজেলার ভররামদিয়া এলাকার যোতিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল সাগর।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেললাইন দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন রামদিয়া স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে সাগরকে ধাক্কা দেয়। এতে সাগরের শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভররামদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর কথা শুনেছি। জিআরপি থানাকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।
বিজ্ঞাপন
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা সগরের মরদেহ উদ্ধার করি।
মীর সামসুজ্জামান/এসপি