নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ স্মৃতিসৌধগুলো।  

বেলা ১১টায় রাজশাহী নগরীর বাবলাবন বধ্যভূমির স্মৃতিসৌধে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হয়ে শ্রদ্ধা নিবেদন করেন কাউন্সিলররা। এরপর অন্যরা শ্রদ্ধা জানান।

অন্যদিকে, সকাল ৯টার দিকে রাজশাহী কোর্ট চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। পরে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল, রাজশাহী নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিনভর নানান আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ ছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারী মহিলা কলেজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।

ফেরদৌস সিদ্দিকী/আরআই