নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চিলারবাগ এলাকায় শহীদ মজনু পার্কে নির্মিত বিজয়স্তম্ভে এ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ প্রমূখ।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের জীবন-কর্ম এবং দেশের প্রতি আত্মত্যাগের কথা তুলে ধরে সবাইকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জীবন গঠনের আহ্বান জানান। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেখ-ফরিদ/আরআই