নৌকার বিপক্ষে কাজ করায় ৬ প্রার্থীকে আ.লীগ থেকে অব্যাহতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হওয়ায় তিন ইউনিয়নের ৬ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।
অব্যাহতির বিষয়টি ঢাকা পোস্টকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) রাতে আহ্বায়ক ও দুই যুগ্ম-আহ্বায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
একই সঙ্গে তাদের কেনো দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা পত্র পাওয়ার তিন দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান শিপন দাদপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন এওজবালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান, আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী হায়দার বকশী, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম এবং ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জসিম উদ্দিন নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম ঢাকা পোস্টকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তারা। সংগঠনের স্বার্থবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হাসিব আল আমিন/আরআই