ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যায় জড়িত এজাহারভুক্ত আরও দুই আসামি শাহীন রাঢ়ী (৩৪) ও নীরব রাঢ়ীকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ১৩ ডিসেম্বর দুপুরে ভোলা জেলা পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বংশাল থানার বাবুবাজার ব্রিজের নিচের কাঁচাবাজার-সংলগ্ন এলাকা থেকে শাহীন রাঢ়ী ও নীরব রাঢ়ী গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই তারা ঢাকায় আত্মগোপনে ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার নীরব ও শাহীন উভয়ই কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। ঘটনার সাথে তাদের নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে তারা।

উল্লেখ্য, ২৬ নভেম্বর বিকেলে ভোলা সদর উপজেলার নাসিরমাঝি এলাকার মেঘনা নদীতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু নিহত হন।

ইমতিয়াজুর রহমান/এমএসআর