মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া ও সিনিয়র সহসভাপতি মহসিন ভুঁইয়ার নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া বলেন, আজ মনে হচ্ছে যুদ্ধ করে দেশ স্বাধীন করা সার্থক হয়েছে। বিজয়ের দিনে আমার শহীদ ভাইদের জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। তাদের সম্মাননায় আমি গর্ববোধ করি। মুক্তিযোদ্ধা হিসেবে আমিও আজ গর্বিত।

এর আগে বিজয়ের প্রথম প্রহরে শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সৌধ প্রাঙ্গণ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মুশফিকুর রহমান, যুগ্ম সম্পাদক জাফর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতালেব হাওলাদার, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুর রহমানসহ নির্বাহী সদস্য ও অন্য নেতারা। 

মাহিদুল মাহিদ/এনএ