ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ভোর ৬টা ৩৪ মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিজ্ঞাপন
এরপরই প্রথমে শহীদবেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
পরে একে একে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, পুলিশের রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মো. এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এনএ