নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সব পরিস্থিতি আমরা মোকাবেলা করতে জানি, যত কিছুই হোক আমরা রুখে দাঁড়াব। আমরা অত্যাচার অবিচারের বিরুদ্ধে কথা বলব। আমরা যেন কারও সঙ্গে  নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কম্প্রোমাইজ না করি। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের দেওভোগের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, আমরা অনেক কঠিন সময় পার করে এসেছি। এবার যে কঠিন হবে না তা নয়। আমার বিরুদ্ধে বিভিন্ন যায়গায় অপপ্রচার চালানো হচ্ছে। আমি যাই করি না কেন তাতেই আমাকে আঘাত করার চেষ্টা করে। ধর্মীয় বিষয় তুলে এনে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা কোনো ধরনের বিভ্রান্তিতে পড়বেন না।

তিনি আরও বলেন, আমরা আল্লাহওয়ালা লোক। আমি এই বিষয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবো না। 

সেলিনা হায়াৎ আইভী বলেন, ২০১৬ সালে আমি নির্বাচন করেছিলাম এবং বলেছিলাম আমি আর নির্বাচন করব না। আমি তখন বলেছিলাম নৌকা না দিলে আমি আর নির্বাচন করব না। তখন আমার নেত্রী আমার হাতে নৌকা তুলে দিয়েছিলেন। আপনারা ভোট দিয়েছেন আর আপনাদের সম্মানে আমি সারা নারায়ণগঞ্জে কাজ করেছি। আমি আপনাদের হয়তো সময় দিতে পারি না, তবে আমি সর্বক্ষণ কাজ করেছি। এই নির্বাচনের আগে আমি বলেছিলাম, দল আমাকে নৌকা দিলে নির্বাচন করব, না দিলে করব না। আমাকে নেত্রী নৌকা তুলে দিয়েছেন। আমাদের দলের সবাই আমাকে সমর্থন জানিয়েছেন। নির্বাচন যেই করুক না কেন তার সঙ্গে আমার নির্বাচন করতে হবে। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আচরণবিধি লঙ্ঘন করবেন না। ষড়যন্ত্র কিন্তু গভীর হচ্ছে। তাই আমি দোয়া চাচ্ছি যেন এই ষড়যন্ত্র প্রতিহত করতে পারি। সরকারি দলের প্রার্থীর এমনিতেই দোষ, তাই ২৯ তারিখ পর্যন্ত আপনারা স্লোগান দেবেন না। 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএআর