রাজবাড়ীতে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে পুলিশের অবসরপ্রাপ্ত ৭১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের স্বজনরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান পুলিশের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত এবং বিভিন্ন দাবি দাওয়া উল্লেখ করে বক্তব্য দেন উপস্থিত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা। এ সময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পুলিশ পরিবারের শহীদ মুক্তিযোদ্ধারা শুধু পুলিশের দায়িত্বই পালন করেননি, যুদ্ধ করে উপহার দিয়েছেন স্বাধীন বাংলাদেশ। যাদের অবদান যুগের পর যুগ এদেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই পুলিশ মুক্তিযোদ্ধা কিংবা শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের পক্ষে সর্বোচ্চ সেবা প্রদানে প্রস্তুত থাকবো।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/আরএআর