নওগাঁয় প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মহুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ারাম শাহার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার (২০ ডিসেম্বর) সাড়ে ১২টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিবন্ধী প্রধান শিক্ষক তাদের কয়েকজন সহযোগী পরস্পর সহযোগিতায় প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলে শিক্ষকসহ প্রতিবাদকারী এলাবাসীকে নানাভাবে ভয়ভীতি প্রদানসহ হয়রানি করা হয়। এ অবস্থায় বিদ্যালয়টি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত হয়েছে। বক্তারা অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে মো. আমানুল্লাহ, অভিভাবক আজাদুল ইসলাম, শিক্ষিকা ছাইমা ইয়াসমিন, সাবেক ছাত্র মো. রাকিব প্রমুখ বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
মো. দেলোয়ার হোসেন/আরআই