বাগেরহাটের মোংলায় ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (২০ ডিসেম্বর) ভোরে মোংলা উপজেলার পশুর নদের হাড়বারিয়া এলাকায় অভিযান চালিয়ে এ তেল উদ্ধার করা হয়। এ সময় হাফিজুর মোল্লা (২২) নামের চোরাকারবারিকে আটক করে কোস্টগার্ড।

অবৈধ তেল বহনকারী ইঞ্জিনচালিত কাঠের একটি নৌকাও জব্দ করেছেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা। আটক হাফিজুর মোরেলগঞ্জ উপজেলার কাশ্মির এলাকার মো. আব্বাস মোল্লার ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদের হাড়বারিয়া-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

এ সময় হাফিজুর নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কোস্টগার্ড অবৈধ তেল ও একজন আসামি থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তানজীম আহমেদ/এমএসআর