জনগণের আস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে হবে
পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
তিনি বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে আমরা এগিয়ে আছি। এই অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিয়ে পুলিশের যে হিউম্যান ফেস তৈরি হয়েছে সেই গ্রহণযোগ্য পুলিশিং ধরে রাখতে নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকতে হবে।
বিজ্ঞাপন
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহাবুদ্দিন খান বলেন, আগের মতো দৈন্যদশা নেই। আন্তরিক হলে জনগণের কল্যাণে কাজ করা আরও সহজ হয়। সততা, দেশপ্রেম, দক্ষতা, সবকিছু প্রয়োগে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারলেই আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শৃঙ্খলার মান বৃদ্ধি না হলে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়। আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে পদার্পণ করছি। যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন সে লক্ষ্য সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দুর্নীতিমুক্তভাবে জনগণকে সেবা দিতে হবে।
সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত উপ কমিশনার জুলফিকার আলী হায়দার, নজরুল হোসেন, উপ কমিশনার জাকির হোসেন মজুমদার আশরাফ আলী ভূঞা, এসএম তানভীর আরাফাত, রেজাউল করিম, রুনা লায়লা, ফজলুল করীমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সৈয়দ মেহেদী হাসান/আরআই