ইউএনওর নম্বর ক্লোন করে চেয়ারম্যান প্রার্থীদের কাছে অর্থ দাবি
প্রতীকী ছবি।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবি করেছে প্রতারক চক্র।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার চেয়ারম্যান প্রার্থীদের ফোন করে এই অর্থ দাবি করা হয়।
বিজ্ঞাপন
এ তথ্য জানিয়ে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সচেতন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাধন কুমার বিশ্বাস।
‘উপজেলা প্রশাসন কুষ্টিয়া সদর’ নামে ফেসবুক আইডিতে মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন ইউএনও সাধন কুমার বিশ্বাস।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমার সরকারি মুঠোফোনের নম্বর ক্লোন করা হয়েছে। প্রতারক চক্র আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থীকে কল দেয় এবং তাদের কাছে অর্থ দাবি করে। মঙ্গলবার দুপুরের দিকে আলামপুর ইউপি চেয়ারম্যানের কাছে তিন লাখ টাকা চেয়ে ফোন করে প্রতারক চক্র। পরে সেই ফোন কলটি কেটে আমাকে ফোন করে ঘটনাটি জানায়।
তাই কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে এজন্য উপজেলা প্রশাসন কুষ্টিয়া সদর নামে ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
রাজু আহমেদ/এইচকে