তৃতীয় লিঙ্গের মানুষেরা আমাদের সন্তান। তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, বাসস্থান ও খাবারের ব্যবস্থা করতে হবে।

ফরিদপুরে এইচআইভি (এইডস) সংক্রমণ প্রতিরোধে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পলাশ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান। এ সময় বক্তারা এইচআইভির (এইডস) লক্ষণ ও করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

সিভিল সার্জন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে ভবিষ্যতে কোনো খারাপ কাজে জড়িয়ে পড়তে না পারে এবং খাদ্যের অভাবে তাদের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতে না হয়, সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে এ ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডাক্তার মো. জলিল, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়াল খান তনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ইভা, ফরিদপুর জজ কোর্টের এপিপি আসমা জামান, এহসানুল করিম শাহীন, রেল কলোনি জামে মসজিদের ইমাম মোহাম্মদ বারী, খন্দকার শহীদ প্রমুখ।

জহির হোসেন/এনএ