দেশের কোনো চিনিকল বন্ধ করা হয়নি এবং হবেও না। সাময়িক বন্ধ রয়েছে। সেগুলো আধুনিকায়নের জন্য বন্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ২০২১-২২ অর্থবছরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

পরে একই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, টিসিবির কাজ চলমান আছে এবং তা আরও বড় পরিসরে করার চিন্তা আছে। এখন প্রতিদিন ৪০০ ট্রাক কাজ করে। আগামী তিন মাসের মধ্যে ৪-৫শ টিসিবির ট্রাক নামানো হবে।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। চিনি উৎপাদন কারখানা, ডিস্টিলারি, জৈবসার কারখানা ও ওষুধ কারাখানার সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সের চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে লোকসান গুনে আসছিল। সরকারিভাবে চিনির মূল্য বৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কারখানাটি।

তবে মূল্য বাড়লেও আশানুরূপ আখের মূল্য বাড়েনি। তবে আখের মূল্য বাড়ানোর দাবি চাষিদের। এখন আখের মূল্য প্রতি মণ ১৪০ টাকা (মিলস গেটে)। চাষিদের দাবি প্রতি মণ আখের মূল্য দিতে হবে ২৫০ টাকা। 

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোশারফ হোসেন বলেন, মাড়াই মৌসুম শুরু করতে চিনিকলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে চিনিকল এলাকায় আখের চাষ কম হয়েছে। এ জন্য এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্ধেকে নেমে এসেছে। মিল চালু হলে চলতি বছর চিনিকল এলাকায় আখ চাষের পরিমাণ বেশি হবে। 

এ সময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকার ও কেরু অ্যান্ড কোম্পানির বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। 

আফজালুল হক/আরআই