চুয়াডাঙ্গায় ভ্যান থেকে নামিয়ে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেফতার ২
চুয়াডাঙ্গা পৌর এলাকায় এক নারীকে ভ্যান থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন।
গ্রেফতাররা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে রুবেল হোসেন (৩২) ও একই এলাকার আলী হোসেনের ছেলে নাজিম উদ্দিন (৩০)। এছাড়াও বিল্লাল হোসেন নামে একজন পলাতক রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২৫ ডিসেম্বর) রাতে খেজুর গুড় কিনে ব্যাটারিচালিত পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন ওই নারী। এ সময় তিনজন মোটরসাইকেলযোগে পাখিভ্যানটির গতিরোধ করে ওই নারীকে জোরপূর্বক তুলে নেয়। পাখিভ্যানচালক বাধা দিলে তাকেও মারধর করে অভিযুক্তরা।
বিজ্ঞাপন
পরে ওই নারীকে শহরের বুজরুকগড়গড়ী মাদারতলা রোডের ইটভাটার পার্শ্বে একটি আম বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। রাত ১২টার দিকে অভিযুক্তরায় ওই নারীকে তার বাড়িতে পৌছে দেয় এবং কাউকে কিছু না বলতে বিভিন্ন হুমকিধমকি দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ঢাকা পোস্টকে বলেন, হুমকিধমকি ও লোকলজ্জার ভয়ে দুই দিন চুপ থাকার পর সোমবার রাতে ধর্ষণের শিকার নারী তিনজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই দুইজনকে গ্রেফতার করা হয়। পলাতক বিল্লাল হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আফজালুল হক/এসপি