মো. বাদশা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন মো. বাদশা (২০) নামে এক যুবক। বুধবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাদশা এক প্রবাসীর ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। ওই যুবক আনন্দপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, প্রবাসে থাকা এক ভোটারের ভোট দিতে কেন্দ্রে আসেন বাদশা। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজিজুল সঞ্চয়/এমএসআর