রেলস্টেশনে যাত্রীর জুতায় মিলল বিদেশি মুদ্রা
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে জাহাঙ্গীর আলম নামে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১০ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের বগিতে অভিযান চালিয়ে এ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মুদ্রা বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় ২০ লাখ ৫৪ হাজার ৪৬৯।
জাহাঙ্গীর আলম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাইশাধার গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় রেলওয়ে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মানি লন্ডারিং আইনে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন
ঢাকা রেলওয়ে গোয়েন্দা পুলিশ সূত্রে শনিবার রাতে জানা গেছে, আখাউড়া থেকে ঢাকার দিকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করার পর দৌলতকান্দি স্টেশনের কাছাকাছি পৌঁছালে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে স্বীকার করে যে তার কাছে বিদেশি মুদ্রা আছে।
তার দেহ তল্লাশি করে ট্রেন যাত্রীদের সামনেই জুতার ভেতরে বিশেষ কায়দায় রাখা সৌদি, মালয়েশিয়া, কাতার, অষ্ট্রিয়া, আবুধাবি, ওমানসহ ১০ দেশের ২০ লাখ ৫৪ হাজার ৪৬৯ টাকা মূল্যের বিদেশি মুদ্রা বের করে আনা হয়। পরে ডিবি পুলিশ জাহাঙ্গীরকে ভৈরব রেলওয়ে থানায় এনে তাকে আসামি করে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে উল্লেখিত মুদ্রাসহ থানায় হস্তান্তর করে।
বিজ্ঞাপন
রেলওয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ বলেন, আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অভিযান পরিচালনা করি। ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করার পর ৭৯০ নম্বর বগিতে উঠি। ওই বগির ৩৪ নম্বর সিটে বসা যাত্রীর আচরণ দেখে আমাদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে তার কাছে বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা থাকার কথা স্বীকার করেন।
এসকে রাসেল/এমএসআর