আইনগত পাওনা পরিশোধের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন অব্যাহতি পাওয়া শ্রমিকরা। এ সময় প্রায় ৭০ জন ভুক্তভোগী শ্রমিক অংশ নেন। রোববার (০৯ জানুয়ারি) দুপুরে সাভারবাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন বিরুলিয়া রোডের আজিম গ্রুপের গ্লোবাল আউটারওয়্যার লিমিটেড কারখানার সামনে এই বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময় শ্রমিকদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে অব্যাহতি প্রদান করেন। আইনগত পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে অব্যাহতি দেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ আইনগত পাওনাদি পরিশোধের কথা দিলেও পরিশোধ না করে টালবাহানা করছে। যতক্ষণ আমাদের পাওনাদি পরিশোধ না হবে কর্মসূচি অব্যাহত থাকবে।

ভুক্তভোগী শ্রমিক পারভিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমাদের জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের আইনগত পাওনাদি পরিশোধ করা হয়নি। এ সময় আমরা অন্য কোনো কারখানায় চাকরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছি।

অপর শ্রমিক সুজন বলেন, আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময় নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের সঙ্গে দেখা করার সুযোগ না দিয়ে উল্টো কারখানার প্রহরীরা দুর্ব্যবহার করেন। আমাদের হঠাৎ করেই কর্তৃপক্ষ ছাঁটাই করেছে। কিন্তু তারা আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি। আমরা বাড়ি ভাড়া ও দোকান বিল পরিশোধ করতে না পারায় মানবেতর জীবনযাপন করছি। আমরা আইনগত পাওনাদি চাই।

সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম বলেন, অন্যায়ভাবে শ্রমিকদের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কাজ থেকে বিরত রাখা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে শ্রমিকদের আইনগত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানাই।

শিল্প পুলিশ ১ এর উপপরিদর্শক (এসআই) কেরবান আলী বলেন, শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিয়েছে। দাবি মেনে নিলে শ্রমিকরা চলে যায়।

কারখানার অ্যাডমিন ম্যানেজার সিরাজ বলেন, কারখানার সামনে ২০ থেকে ২৫ জন শ্রমিক এসেছিল। তাদের আগামী ২৫ জানুয়ারি পাওনাদি পরিশোধের সময় নির্ধারণ করা হলে শ্রমিকরা মেনে নিয়ে চলে যায়।

মাহিদুল মাহিদ/এমএসআর