কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে ইউনিয়ন আওয়ামী লীগ। তবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিলেও এমন অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি অপু ভৌমিক।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপু ভৌমিক ও সহসভাপতি জুলহাস সিকদার নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের তাজুল ইসলামের জন্য কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান নামে এমপির প্রতিনিধি হিসেবে জনগণের কাছে আনারস প্রতীকে এমপির মনোনীত প্রার্থী পরিচয় দিয়ে ভোট চাচ্ছেন। এ ছাড়া ইউনিয়ন সভাপতি অপু ভৌমিক স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপু ভৌমিকের কাছে ফোনে জানতে চাওয়া হলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসানকে ফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রার্থীর না, ব্যক্তির বিরুদ্ধে। এরপর মিটিংয়ে আছি, পরে ফোন দেন বলে লাইন কেটে দেন তিনি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায়নি। আমি চিঠি দিয়ে বলে দিয়েছি, যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হয়, তাহলে দল থেকে বহিষ্কার করা হবে।

কামাল্লা ইউনিয়নের বিষয়ে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আমি খোঁজ নেব। যদি এ ধরনের কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেব।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি মুরাদনগর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এইউএ/এনএ