জামালপুরের সরিষাবাড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ভোলা শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভোলা শেখ পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের হারুনুর রশিদের ছেলে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিংনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও তার প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর (মোরগ) সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে পশ্চিম নলসন্ধ্যা চরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখ নিহত হন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে জেলার সরিষাবাড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

উবায়দুল হক/আরআই