সরিষাবাড়িতে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ভোলা শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ভোলা শেখ পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের হারুনুর রশিদের ছেলে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিংনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও তার প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর (মোরগ) সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে পশ্চিম নলসন্ধ্যা চরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখ নিহত হন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে জেলার সরিষাবাড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উবায়দুল হক/আরআই