সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনির ছেলে মো. আব্দুল কাদির (৩২) ও একই গ্রামের মৃত শাহ নেওয়াজ খানের ছেলে মো. কাজল মিয়া (৩৬)। কাজল মিয়া আশুলিয়ার শ্রীপুরের ভলিভদ্র এলাকায় পাঞ্জাবির দর্জির কাজ করত।
উপ-পরিদর্শক সুলতান মোল্লা বলেন, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অন্য কোনো গাড়ির ধাক্কায় মৃত্যুর আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিহাব খান/আরআই