নিহত আসাদুজ্জামান ফিরোজ

পাবনায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আসাদুজ্জামান ফিরোজ (৪৮) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার টেবুনিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান ফিরোজ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাঁতি গ্রামের জামাল সরকারের ছেলে। তিনি পাবনা জজকোর্টের সিনিয়র আইনজীবী।  

পাবনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু ঢাকা পোস্টকে বলেন, দুপুরে শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ফিরোজ ভাই মারা যান। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। তিনি দীর্ঘ ২২ বছর ধরে পাবনা কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সকালে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বয়রা কাশিনাথপুর নামক এলাকায় ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোজাহার মোল্লা মোজা (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের লোকমান মোল্লার ছেলে। 

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

রাকিব হাসনাত/আরএআর