রাজশাহীজুড়ে ৫০.২৭ শতাংশ সংক্রমণ, মৃত্যু আরও ১
গত একদিনে রাজশাহী বিভাগের আট জেলায় ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭২০ জনের নমুনা পরীক্ষায় ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৫০ দশমিক ২৭ শতাংশ। এদিকে, গত একদিনে কেবল সিরাজগঞ্জে একজনের মৃত্যু হয়েছে করোনায়। এর বাইরে বিভাগের অন্য সাত জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ৮ হাজার ১০৮ জনের। এর মধ্যে গত একদিনে করোনা ধরা পড়েছে ৩৩৮ জনের। করোনা শনাক্তের হার ৫০ দশমিক ২৭ শতাংশ। নওগাঁ ও পাবনা জেলায় করোনা শনাক্তের তথ্য নেই।
এই এক দিনে বিভাগে সর্বোচ্চ ২৮০ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ৬৩ দশমিক ২১ শতাংশ। বগুড়ায় ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৪২ দশমিক ২৭ শতাংশ।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ জেলায় ১০৪ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৬৮ দশমিক ২৭ শতাংশ। নাটোরে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৩ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৭১ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া জয়পুরহাটে ৭ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ।
বিজ্ঞাপন
এদিকে, বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭০১ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৯১ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩২৮, নাটোরে ১৭৫, চাঁপাইনবাবগঞ্জে ১৬০, নওগাঁয় ১৪৫, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৫ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।
এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ৯৮ হাজার ৬৩ জন। এর মধ্যে গত একদিনে সুস্থ হয়েছে ১৫২ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৬৫৪ জন। গত একদিনে হাসপাতালে এসেছেন ২৭ জন।
বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৩ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৫২ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩ জন।
ফেরদৌস সিদ্দিকী/আরআই