শেরপু‌রে পলিথিন ও কাগজের কার্টনে মোড়ানো অবস্থায় দুই নবজাত‌কের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে ওই মর‌দেহ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার গাগলাজানি গ্রামের মাছ ধরতে যায় মুকুল হোসেন নামে এক জেলে। এ সময় খরাঘাট ব্রিজের নিচে খালে মাছ ধরার জন্য জাল ফেললে তাতে কার্টনসদৃশ কিছু একটা উঠে। মুকুল দ্রুত জাল টেনে তীরে নিয়ে আসে। পরে সেখান থেকে পলিথিন ও কাগজের কার্টনে মোড়ানো অবস্থায় দুই নবজাত‌কের মর‌দেহ বের হয়। খবর পেয়ে পুলিশ দুই নবজাতকের লাশ থানায় নিয়ে যায়।

নালিতাবাড়ী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ঢাকা পোস্টকে জানান, ধারণা করছি গত শুক্রবার রাতে কেউ ব্রিজ থেকে নবজাতকের মর‌দেহ দুটি ফেলে গেছে। মর‌দেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসআর