ব্রাহ্মণবাড়িয়ায় ৪ প্রার্থীর এজেন্টকে জরিমানা
ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ইউপি নির্বাচন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১৩৩টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কসবার বায়েক ইউনিয়নের অষ্টজংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চারজন প্রার্থীর এজেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাল আদালত সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বায়েক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আল মামুন ভূঁইয়ার চশমা প্রতীকের এজেন্ট জাকির হোসেনকে ১০ হাজার, সদস্য প্রার্থী সালেকা বেগমের মাইক প্রতীকের এজেন্ট জহিরুল ইসলামকে পাঁচ হাজারএবং একই কেন্দ্রের অপর কক্ষের মাইক প্রতীকের এজেন্ট মানিক মিয়াকে পাঁচ হাজার ও চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন অটোরিকশা প্রতীকের এজেন্ট মরিয়ম আক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতর এজেন্টদের কাছে মোবাইল ফোন থাকা ও প্রভাব বিস্তার করার অভিযোগে চারজন এজেন্টকে স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ২০১০-এর ৭৩ ধারায় জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/আরআই