আশুলিয়ায় দুই চালকের বাগবিতণ্ডায় অ্যাম্বুলেন্সে শিশু আফসানার (৯) মৃত্যুর ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার তিনজন আসামিকে গ্রেফতার করা হলো।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত রাতে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম জামপালপুর জেলার মেলালন্দ থানার পূর্ব নাগেরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

এর আগে বুধবার দিবাগত রাতে নিহত শিশু আফসানার বাবা আলম মিয়া বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনা পর থেকে নজরুল রাজধানীসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেফতার করা হয়। এদিকে নিহত আফসানার ময়না তদন্ত শেষে আজ বুধবার বিকেলে শিশুটির পরিবার তার মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার নিয়ে গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার (এসআই) সামিউল ইসলাম বলেন, ঘটনার পর গত রাতে রাজধানীর উত্তরায় এক বন্ধুর বাসায় আশ্রয় নেন নজরুল। পরে সকালে সাভারে সোবাহানবাগে আসেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন তিনি। এই খবর পেয়ে বিকেলে সাভারে সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সের চালক ও মাইক্রোবাসের চালকের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে বাইপাইল ত্রিমোড় এলাকায় অ্যাম্বুলেন্স আটক করে এর চালককে মারধর করেন মাইক্রোবাসের চালক ও অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যান তারা। এ সময় ছটফট করতে করতে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় শিশু আফসানা।

মাহিদুল মাহিদ/এনএ