‘ডিসি স্যার বাড়িতে এসে কম্বল দেবেন কখনো ভাবিনি’
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামে হতদরিদ্র ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে গ্রামে গিয়ে নিজের হাতে এই গরম কাপড় বিতরণ করেন তিনি। গরম কাপড়ের মধ্যে ছিল দুই শতাধিক কম্বল ও শিশুদের জন্য সুয়েটার।
বিজ্ঞাপন
ঘড়ির কাঁটা রাত তখন ১০টার ঘরে। সুরমা নদী পার হয়ে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের শীতার্ত মানুষের দুয়ারে দুয়ারে কড়া নেড়ে হাজির জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। হাতে শীতে কষ্ট করা বয়স্ক ও শিশুদের জন্য কম্বল ও সোয়েটার। শীতের রাতে গরম কাপড় পেয়ে জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানান তারা। শীতার্ত এসব নিম্ন আয়ের মানুষকে কষ্ট থেকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
জহুরা খাতুন বলেন, আমার ৩ নাতি। শীতে গরম কাপড়ের অভাবে কষ্ট করছিল। আজ রাতে হঠাৎ করে ডিসি স্যার বাড়িতে এসে সোয়েটার দিয়েছেন। নাতিরা ঘুম থেকে উঠে নতুন কাপড় পেয়ে খুশি হয়েছে।
বিজ্ঞাপন
রোকেয়া বেগম ও হালিমা বেগম বললেন, ডিসি স্যার আমাদের বাড়িতে এসে কম্বল দেবেন, কখনো ভাবিনি। শীতে কত কষ্ট করছি, কেউ খবরও নেয় না। এই শীতের রাতে ডিসি স্যার নিজে এসে আমাদেরকে কম্বল ও বাচ্চাদের জন্য সোয়েটার নিয়ে এসেছেন। আমরা অনেক খুশি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বললেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ যাতে শীতে কষ্ট না করে, সে জন্য রাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল ও সোয়েটার বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সাইদুর রহমান আসাদ/এনএ