দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুর। জেলায় ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন এখানকার আলুচাষিরা। জেলায় সকালে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৭.২ মিলিমিটার। 

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই অঝোরে বৃষ্টি পড়ছে। এতে রাস্তাঘাটে মানুষের চলাচ কমেছে। তবে নিম্ন আয়ের মানুষ কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। ভাড়া না পেয়ে দাঁড়িয়ে আছে রিকশা-ভ্যানচালকরা। আলুর ক্ষেতগুলোতে পানি জমে যাওয়ায় পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। 

রিকশাচালক মজনু মিয়া বলেন, সকাল থেকে রিকশা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। মানুষজনের চলাচল নেই। অন্যদিন সকালে ১০০ টাকার মতো আয় হলেও আজ যাত্রীদের দেখা নেই।

দিনমজুর রাকিব মন্ডল বলেন, সকাল থেকে বসে আছি। আজ মনে হয় কপালে কাজ জুটবে না। বাড়িতে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। 

আলুচাষি আব্দুর রাজ্জাক বলেন, আমি এবার ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি। রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সব আলু পচে যাবে। আমার এবার পথে বসে যাওয়া ছাড়া উপায় নেই। 

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড.মমতাজ বলেন, হিলিতে রাত থেকে বৃষ্টি হচ্ছে। এতে ফসলের কিছুটা ক্ষতি হবে। বিশেষ করে উপজেলার আলু ক্ষেতগুলোতে পানি জমে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বলেন, শুক্রবার ভোর রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। দিনাজপুরে সকাল ৬টায় সর্বমোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭.২ মিলিমিটার। 

তিনি আরও বলেন, রাত থেকে দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, খুলনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসপি