ফরিদপুরে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকার রিয়াদ টেলিকম নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ও ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জেলা পুলিশ।

গ্রেফতার তিন ব্যক্তি হলেন- শিবরামপুর এলাকার মো. আছাদুল মোল্লা (৩০), মো. আমিরুল মোল্লা (২৮) ও মো. আপেল মিয়া (৩৮)।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালনো হয়। অভিযানকালে রিয়াদ টেলিকম নামে একটি দোকানের ভেতর থেকে আছাদুল ও আমিরুলকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত তিনটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, এবং নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই রাত (মঙ্গলবার) সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের মুন্সী বাজার এলাকার লাভ বার্ড কফি শপ ও কসমেটিক্স শপের ভেতর থেকে অপর আসামি মো. আপেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় একটি স্যামসাং স্মার্ট ফোন এবং জুয়ার নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, অনলাইন জুয়ার প্রতারণার কাজে এজেন্ট হিসেবে কাজ করেন তারা। পাশাপাশি গ্রামের সহজ-সরল মানুষের বেশি লাভের প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় প্রলুব্ধ করেন। এ ছাড়া প্রতারণার মাধ্যমে মানুষের অর্থের প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ায় আসক্ত করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

তারা আরও জানান, অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন তাদের কাছে থাকা এজেন্ট এবং পারসোনাল নম্বরগুলো থেকে ২০-৩০ হাজার টাকা পর্যন্ত অবৈধ লেনদেন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছে। আজ (বুধবার) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জহির হোসেন/আরআই