সিজারের পর প্রাণ গেল প্রসূতির
প্রতীকী ছবি
নওগাঁয় সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বন্যা খাতুন (২১) নামে ওই প্রসূতিকে নওগাঁ সদরের বেসরকারি মেট্রো হাসপাতালে সিজার করানোর পর এ ঘটনা ঘটে।
জানা যায়, সিজারের ১ ঘণ্টা পর ওই প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে বিকেলে অপারেশন থিয়েটারে নিয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রোগীর স্বজনরা উদ্বেগ প্রকাশ করেন। এ সময় চিকিৎসকের বিরুদ্ধে খারাপ আচরণ করার অভিযোগ করেন তারা।
বিজ্ঞাপন
পরে সন্ধ্যার দিকে ওই প্রসূতিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই রোগী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছেন। এরপর শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মেট্রো হাসপাতালের সামনে লাশ নিয়ে স্বজনরা বিচার দাবিতে অবস্থান করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা না করেই সিজার করেছেন ডা. জেনিফা ইসলাম তিশা। এ সময় ডাক্তারের কঠিন শাস্তির দাবি করেন তারা।
বিজ্ঞাপন
নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম হানিফ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে ডা. জেনিফা ইসলাম তিশার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
শামীনূর রহমান/এমএসআর