নাটোরের বড়াইগ্রাম চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান খেচুর বিরুদ্ধে ৫৫ বছরের এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে ওই নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। চান্দাই স্কুলপাড়া গ্রামে মৃত আশরাফ আলী সরকার ছেলে আনিসুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ওই নারীর মানসিক প্রতিবন্ধী শাশুড়ি চেয়ারম্যানের বাড়ির সামনে যায়। নারী শাশুড়িকে আনতে গেলে আনিসুর রহমান বলেন, ‘তোর ছেলে উপজেলা চেয়াম্যানের সমর্থক, তুই কেন আমার বাড়ির সামনে আসছিস’ বলেই নারীকে কিলঘুষি মারতে থাকেন।

পরে স্থানীয়রা নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। ঘটনার পর শুক্রবার রাতে নারী বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী নারী বলেন, ‘শাশুড়িকে নিতে গিয়ে আমাকে মারপিট করা হল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি এ ঘটনার বিচার চাই।’

ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু বলেন, ‌‘ওই নারী তার শাশুড়িকে খাবার দেয় না। আমার কাছে এসেছিল। আমার সামনে ওই নারী তার শাশুড়িকে মারপিট করছিল। আমি প্রতিবাদ করেছি মাত্র। কাউকে নির্যাতন বা মারপিট করি নাই।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল হক বলেন, ভুক্তভোগী নারী অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাপস কুমার/এমএসআর