সহকারী এসপির বিরুদ্ধে পোস্ট, পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি আটক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাব সভাপতি জহুরুল হককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাটকেলঘাটা থেকে তাকে আটক করা হয়।
জহুরুল হক (৪৫) পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি দৈনিক ভোরেরপাতা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি।
বিজ্ঞাপন
পাটকেলঘাটার কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সদ্য বিদায়ী তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফেসবুকে লেখায় সাংবাদিক জহুরুল হককে আটক করা হয়েছে। পাটকেলঘাটা থানা ও ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে সাতক্ষীরায় নিয়ে গেছে। বিস্তারিত কেউ কিছু বলছেন না।
আটকের বিষয়ে সাতক্ষীরা সদর থানা ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বলেন, আটকের বিষয়ে ডিবি পুলিশ বিস্তারিত জানাতে পারবে। সেখানে যোগাযোগ করেন।
বিজ্ঞাপন
সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার বলেন, ফেসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য লেখায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আকরামুল ইসলাম/আরআই