টঙ্গীতে বসতবাড়ির আগুনে পুড়ে শিশুর মৃত্যু
গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে আব্দুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গীর পাগার ঝিনুমার্কেট এলাকার সাদেক আহমেদের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত কক্ষের ভেতরে খাটের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
শিশু আব্দুর রহমান (৮) ময়মনসিংহের সদর থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদিনে ছেলে। সে স্থানীয় আল-কাউসার তাহমিজুল কোরআন মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, শুক্রবার বিকেলে পাগার এলাকার সাদেক আহমেদের টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত ঘর থেকে পুড়ে যাওয়া শিশু মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিহাব খান/আরআই