ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহতের ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। 

র‍্যাব জানায়, গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-মুক্তাগাছা সড়কের ঘাটুরিবলের নামক স্থানে অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এতে তিনজন নিহত হয়। ওই ঘটনায় ঘাতক ট্রাকচালককে ধরতে অভিযান শুরু করে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি দল। 

র‌্যাবের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ময়মনসিংহ নগরীর খাগডহর ঘুণ্টি এলাকা থেকে গ্রেফতার করা হয় ট্রাকচালক আনিছ মিয়াকে (৪২)। 

র‌্যাব-১৪ কোম্পানি অধিনায়ক আখের মুহাম্মদ জয় জানান, ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় ঘাতক চালককে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা করা হয়েছে।

উবায়দুল হক/আরআই