ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলওয়ে সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মেঘনা নদীর হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ভৈরব নৌ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জের হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুর ৪ নম্বর পিলারে হঠাৎ করে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের সময় ওই সেতু দিয়ে কোনো ট্রেন পারাপার হয়নি। 

আজিজুল সঞ্চয়/আরএআর