সহকারী এসপির বদলীর পর মিষ্টি বিতরণের ছবি ফেসবুকে পোস্ট করায় সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি জহুরুল হককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপ্পীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক নেতা সেলিম রেজা মুকুল, অসীম বরণ চক্রবর্তী, মনিরুল ইসলাম মনি, শেখ ফরিদ আহম্মেদ ময়না, মহিদার রহমান, সাংবাদিক আকরামুল ইসলাম, মানবাধিকার কর্মী মাধব দত্ত, পাটকেলঘাটার সাংবাদিক কুমার ইন্দ্রজিত সাহা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির একজন সাংবাদিক বিদ্বেষী মানুষ। সাধারণ মানুষদের সঙ্গেও কখনো ভালো ব্যবহার করেননি তিনি। ইতোপূর্বে সাতক্ষীরার অনেক সাংবাদিকদের সঙ্গেও অসদাচরণ করেছেন। সাতক্ষীরার পুলিশ সুপারকে সেসব ঘটনা জানানো হয়েছিল। কিন্তু একটি ঘটনারও কোনো সুষ্ঠ সমাধান হয়নি।

বক্তারা আরও বলেন, পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বদলির পর পাটকেলঘাটা এলাকায় মিষ্টি বিতরণ করেন এলাকার লোকজন। সেই ছবি জহুরুল হক ফেসবুকে পোস্ট করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলা করা হয়েছে। কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তার দায়ভার পুলিশ বিভাগ নেবে কেন? পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাদের খতিয়ে দেখা উচিত, হুমায়ুন কবিরের বদলিতে মানুষ মিষ্টি বিতরণ কেন করল? সেটি খতিয়ে না দেখে সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলা দেওয়া হল। এটি খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও জহুরুল হকের মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাব, পাটকেলঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/আরআই