সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত
আর মাত্র কয়েকঘণ্টা বাকি। তারপরই সারাদেশে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। সারাদেশের ন্যায় শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারও প্রস্তুত করা হয়েছে। একুশের প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকেই প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে পুষ্পশ্রদ্ধায় সিলেটে স্মরণ করা হবে ভাষা শহীদদের।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিক মোশাহিদ আলী ঢাকা পোস্টকে বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য আত্মত্যাগ করা সালাম, রফিক ও জব্বারসহ সকলকেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। বরাবরের ন্যায় এবারও আমরা একুশের প্রথম প্রহরে তাদের স্মরণ করব।
প্রতিবারের মতো এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামবে। শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের। সুষ্ঠু ও সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও সার্বিক আইনশৃঙখলা নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম।
বিজ্ঞাপন
সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের ঢাকা পোস্টকে বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিলেট নগরীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণ ও জানমালের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকেই পুলিশের ৪৩৪ জন সদস্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, জেলা প্রশাসক কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুলারের আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে তাদের দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।
মাসুদ আহমদ রনি/আরআই