টাকা হাতিয়ে নিয়ে বন্ধুকে হত্যা করে নজরুল
বাগেরহাট সদরের ভট্টবালিয়াঘাটা গ্রামের ভ্যানচালক দেলোয়ার শেখ (৩২) হত্যার ঘটনায় জড়িত বন্ধু নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সৈয়দপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। বন্ধুর কাছ থেকে ৩৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তার নজরুল।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নজরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।
বিজ্ঞাপন
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
পুলিশ সুপার বলেন, নিহত দেলোয়ার শেখ ও গ্রেপ্তার নজরুল ইসলামের বন্ধুত্ব ছিল। ঘটনার দিন একটি বেকারির মালামাল বিক্রির ৩৮ হাজার টাকা নিয়ে ফেরার সময় দেলোয়ারের কাছে থাকা ওই টাকা নিতে তাকে খুন করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করেছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার সৈয়দপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকায় চন্দ্রমহল ইকোপার্কের পাশ থেকে দেলোয়ার হোসেন নামের ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
নিহত দেলোয়ার হোসেন বাগেরহাট সদর উপজেলার ভট্টে-কনকপুর গ্রামের মরহুম ইলাল নিকারীর ছেলে।
এসএসএইচ