মুন্সিগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক বাবুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিউলী বেগম (৪৫) ও পুতুল আক্তার (২০)। তারা মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের শহিদুল মাদবরেরর স্ত্রী ও মেয়ে।
বিজ্ঞাপন
পুতুলের স্বামী আরিফ হোসেন বলেন, সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার জিমখানা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল আমার শাশুড়ি শিউলি বেগম, স্ত্রী পুতুল ও মেয়ে আনিছা (২)।
পুলিশ ও স্থানীয়রা বলেন, পুতুল তার মা ও শিশুসন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মাদারীপুরে ফিরছিল। পথিমধ্যে তাদের বহনকারী সিএনজি অটোরিকশা টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়। আহত হয় অটোরিকশার চালক ও শিশু আনিছা।
বিজ্ঞাপন
টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী ঢাকা পোস্টকে বলেন, নিহতদের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। আহত সিএনজি চালক এবং শিশু আনিছা টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ব.ম শামীম/এসপি